বিশ্বে কর্মসংস্থানের জন্য তরুণের দক্ষতায় ঘাটতি : ইউনিসেফ

‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ আগামীকাল শুক্রবার। এ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ ও শিক্ষা কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে, কর্মসংস্থানের জন্য বিশ্বের ৪ ভাগের মধ্যে প্রায় ৩ ভাগ তরুণের প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি আছে।
৯২টি দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের তথ্য বিশ্লেষণে করা এই প্রতিবেদনে বলা হয়েছে, শিশু ও তরুণদের মধ্যে দক্ষতার ঘাটতি আছে। দক্ষতায় সবচেয়ে বেশি পিছিয়ে নিম্নআয়ের দেশের তরুণরা।
ভবিষ্যতে কর্মসংস্থান, সুন্দরভাবে কাজ করা ও উদ্যোক্তা তৈরির জন্য তরুণদের দক্ষতা বাড়ানোর কথা এতে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্বল্পআয়ের ৩ ভাগের ১ ভাগ দেশের ৮৫ ভাগ তরুণের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানের জন্য যে দক্ষতা প্রয়োজন তা নেই। যেসব দেশের তরুণরা বিদ্যালয়ের বাইরে ও মাধ্যমিক স্তরে কম দক্ষতা অর্জন করে, সেসব দেশ দক্ষ জনশক্তির সংকটে ভুগছে। সেসব দেশের বেশির ভাগ তরুণ কর্মজীবন শুরু করার জন্য প্রস্তুত নয়।
আর নিম্ন ও মধ্যমআয়ের দেশগুলোর ১০ বছর বয়সী বেশির ভাগ শিশু একটি সাধারণ পাঠ্য পড়তে ও বুঝতে অক্ষম। এই মৌলিক দক্ষতা না থাকায় পরবর্তী শিক্ষা ও দক্ষতা অর্জনে বাধা হয়ে দাঁড়ায়।
‘দক্ষ শিশু ও তরুণ প্রজন্ম দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও আর্থসামাজিক উন্নতির জন্য অনুপ্রেরণা জোগায়। অথচ শিশু ও তরুণদের বড় অংশ অদক্ষ, যা বিশ্বকে অনুৎপাদনশীলতার দিকে নিয়ে যাবে। এই সংকট সমাধানে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও তাদের দক্ষতা উন্নয়নে জরুরি ভিত্তিতে বিনিয়োগ করতে হবে’,- বলেছেন ইউনিসেফের শিক্ষাবিষয়ক পরিচালক রবার্ট জেনকিন্স।