বৃষ্টির জন্য থমকে আছে কনসার্ট

বৃষ্টির জন্য থমকে আছে কনসার্ট

প্রতিকূল আবহাওয়ার কারণে থমকে আছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামের কনসার্ট।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মিরপুরে বৃষ্টিপাত শুরু হওয়ায় আপাতত থমকে আছে কনসার্টটি।

আয়োজক সূত্রে জানা গেছে, বৃষ্টি থেমে গেলেই মঞ্চে আসবেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

সরেজমিনে দেখা গেছে, মাঠে থাকা দর্শকরা হুট করে আসা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন। স্টেজের লাইটগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। তবে, অন্ধকার দূর করতে স্টেডিয়ামে ফ্লাড লাইট জ্বালানো হয়েছে।