বোমা ও গোলার মধ্যে ইউক্রেনে মুসলিমদের সামনে রমজান

বোমা ও গোলার মধ্যে ইউক্রেনে মুসলিমদের সামনে রমজান

ইউক্রেনের অব্যহত রুশ হামলার মধ্যে এ বছর সে দেশে থাকা মুসলিমদের সামনে কঠিন এক রমজান অপেক্ষা করছে।

ইউক্রেনে মুসলিম লীগের প্রধান ও ক্রিমীয় তাতার জনগোষ্ঠির বাসিন্দা নিয়ারা নিমাতভা বলেন, ‘আমাদেরকে সবকিছুতেই সমন্বয় করতে হবে।’

কাল (শনিবার) থেকে দেশটিতে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। এ পরিস্থিতিতে একটি বাস্তুচ্যুত পরিবারের সঙ্গে ইফতারের পরিকল্পনা করেছেন নিয়ারা নিমাতভা। যুদ্ধের কারণে ওই পরিবার চেরনিভৎসির ইসলামিক সেন্টারে অবস্থান করছে।

তিনি বলেন, ‘বহু মুসলিম বিদেশে চলে গেছেন। যারা এখনও আছেন তাদের সহযোগিতা প্রয়োজন।’

ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহর থেকে পশ্চিমাঞ্চলীয় শহর চেরনিভৎসিতে আশ্রয় নিয়েছেন বাস্তুচ্যুত নিয়ারা। সেখান থেকেই গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের মুসলিমদের পরিস্থিতি সম্পর্কে জানান তিনি।

জাপোরিঝঝিয়া শহরের বেশ কিছু অংশ এখন রাশিয়ার দখলে।

পাঁচ সপ্তাহ আগে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর জেরে ইতোমধ্যে ১ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদের মধ্যে ৪০ লাখ মানুষ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

অর্থডক্স খ্রিস্টান ধর্মীয় অনুসারীদের দেশ ইউক্রেনের মোট জনসংখ্যার এক শতাংশ মুসলিম। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে দেশটিতে ২০ হাজরের বেশি তুরস্কের বাসিন্দার বসবাস ছিল।

নিয়ারা বলেন, ‘আমাদেরকে আল্লাহ’র অনুগ্রহ পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে যেতে হবে; পরিবার, আত্মা, আমাদের দেশ ইউক্রেনের জন্য প্রার্থনা করতে হবে।’

নিয়ারার স্বামী মুহামেত মামুতভ মসজিদের ইমাম। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের আগেই ওই অঞ্চল ছেড়ে ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় পৌঁছান নিয়ারা।