রাশিয়ায় ঢুকে হামলার অভিযোগ

রাশিয়ায় ঢুকে হামলার অভিযোগ

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বেলগোরোদ শহরের স্থানীয় একটি তেলের গুদামে বিমান হামলা চালানোর অভিযাগ উঠেছে। শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ,এই অভিযোগ  করেন। 

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইউক্রেন অভিযোগ স্বীকার করছে না কিংবা প্রত্যাখানও করছে না।  

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এ প্রসঙ্গে বলেছেন, রাশিয়ার অভিযোগ তিনি নিশ্চিত কিংবা অস্বীকার করতে পারছেন না। কারণ তিনি সকল সামরিক তথ্য প্রকাশ করতে সক্ষম নন।

ইউক্রেনের পরাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বর্তমান পোলান্ডে অবস্থান করছেন। সেখানে সাংবাদিকরা রাশিয়ার তেলের গুদামে হামলার বিষয়টি জানতে চান। জবাবে তিনি বলেন, আমি তথ্য নিশ্চিত করতে পারছি না আবার প্রত্যাখানও করতে পারছি না। কারণ, সকল সামরিক তথ্য আমার কাছে থাকে না। 

এদিকে শুক্রবার রাশিয়া-ইউক্রেনের মধ্যে আলোচনা অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তেলের গুদামে বিমান হামলা শান্তি আলোচনা চালিয়ে যাবার মতো স্বস্তিঃকর অবস্থা রাখে না।