বরিশাল লঞ্চঘাটে খাবার দিলেন উপ পুলিশ কমিশনার মঞ্জুর রহমান

বরিশাল লঞ্চঘাটে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাবার দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও উত্তর শাখার উপ পুলিশ কমিশনার মঞ্জুর রহমান।
রোববার ১১ জুলাই রাতে সাংবাদিকদের সংগঠন উদ্যেগ এর আয়োজনে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুইশ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সহ সভাপতি রাহাত খান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক রুবেল খান, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার প্রমূখ।
গতবছর লকডাউনের শুরু থেকেই রাতে কর্মহীনদের মাঝে রান্না করা খাবার বিতরন শুরু করে সাংবাদিকদের সংগঠন উদ্যেগ। যা তৃতীয়বারের মত টানা চলছে।