ব‌রিশালে র‌্যা‌বের সা‌থে বন্দুকযু‌দ্ধে এক মাদক ব্যাবসায়ী নিহত

ব‌রিশালে র‌্যা‌বের সা‌থে বন্দুকযু‌দ্ধে এক মাদক ব্যাবসায়ী নিহত

ব‌রিশালে র‌্যা‌বের সা‌থে বন্দুকযু‌দ্ধে এক জন নিহত হ‌য়ে‌ছে। উদ্ধার হ‌য়ে‌ছে বেশ কিছু মাদকদ্রব্য এবং আ‌গ্নেয়াস্ত্র। র‌্যাবের দাবী, নিহত ব্যা‌ক্তি মাদক ব্যবসায়ী এবং তার বিরু‌দ্ধে মাদকের ১৫ টি মামলা র‌য়ে‌ছে।

বৃহস্পতিবার ভোর রাত ৪টার দি‌কে ব‌রিশালের জাগুয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহ‌তের নাম সাইদুজ্জামান মালেক বয়স (৩৫)। সে নগীরর কে‌ডি‌সি ব‌স্তির বা‌সিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে কা‌লি‌জিরা ও জাগুয়া এলাকায় অভিযান চালায় তাদের একটি বিশেষ দল। র‌্যা‌বের উপ‌স্থি‌তি টের পে‌য়ে দূরবৃত্তরা র‌্যা‌ব সদস্যদের লক্ষ্য করে গু‌লি করে।

আত্মরক্ষা‌র্থে র‌্যাব পাল্টা গু‌লি চালায়। গে‌লিাগু‌লি শেষ হ‌লে ঘটনা স্থলে একজনকে গুলিবৃদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র‌্যাব। পরে তাকে শেবাচিম হাসপাতালে নেয়া হলে ‌শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের ইমা‌র্জে‌ন্সি মে‌ডি‌কেল অ‌ফিসার কর্তব্যরত চি‌কিৎসক ডা রিফাত আহ‌মেদ ঐ ব্যাক্তিকে মৃত ঘোষনা করেন।

র‌্যাব জানায় ঘটনাস্থল থে‌কে এক‌টি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, বেশ কিছু গু‌লি এবং প্রায় ৭শ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। তার বিরু‌দ্ধে কোতয়ালী থানায় ১৫টি মামলা র‌য়ে‌ছে ব‌লে জানিয়েছে র‌্যাব।