বরিশালে আর্যলক্ষ্মী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে মানব-পঙ্কজ বিজয়ী

বরিশাল আর্যলক্ষ্মী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক পদে পঙ্কজ কুমার গুপ্ত সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটি কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মানবেন্দ্র বটব্যাল ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান হাওলাদার পেয়েছেন ৬১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে পঙ্কজ কুমার গুপ্ত ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুল চন্দ্র মুখার্জি কুডু পেয়েছেন ১০৯ ভোট।
এ ছাড়া পুষ্প রাণী চক্রবর্তী ১৬৫ ভোট পেয়ে সহ-সভাপতি, সংরক্ষিত মহিলা সদস্য পদে শিউলি দে (১৮০ ভোট), সদস্য পদে অ্যাডভোকেট ফনি ভূষণ দাস (১৭১ ভোট), অমর কুমার পুষিলাল (১৫৫ ভোট), মো. কবীর হোসেন (১৭৭ ভোট), অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস (১৮৪ ভোট), সঞ্জীব নারায়ণ কবিশেখর (১৫৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৩৩৩ জন ভোটারের মধ্যে ২৫১ জন ভোটার ভোট প্রদান করে।