ভাণ্ডারিয়ার মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ

ভাণ্ডারিয়ার মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০৫ পিচ ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাণ্ডারয়া থানা পুলিশ। 

বৃহস্পতিবার রাতে উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়ন থেকে রহিম (৩৩) নামের ওই মাদক কারবারিকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। রহিম ঐ ইউনিয়নের  ৮নম্বর ওয়ার্ডের মোতালেব হাওলাদার এর ছেলে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এস. আই. মোঃ সিদ্দিকুর রহমান বাদী হয়ে রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।