ভাণ্ডারিয়ায় অভিযানে ১১হাজার ৪শত টাকা জরিমানা আদায়

ভাণ্ডারিয়ায় অভিযানে ১১হাজার ৪শত টাকা জরিমানা আদায়

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সারা দেশেরন্যায় ২৩জুলাই থেকে শুরু হওয়া লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশের সহায়তায় যথেষ্ট তৎপর দেখা গেছে। উপজেলার প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনা বৃদ্ধির লক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলুন,নিজে সুস্থ্য থাকুণ এবং পরিবার পরিজনকেও সুস্থ্য রাখুন এই শ্লোগানে  মাইকিং করা হয়।

এছাড়াও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে  বিভিন্ন স্থানে পৃথক ভাবে লকডাউনের নিয়ম না মানায় পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রট উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এ সময় পাঁচ জনকে ২৫শ টাকা জরিজানা আদায় করা হয়। 

এ ছাড়া দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রট সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম পৃথকভাবে ৮হাজার ৯শত টাকা জরিমানা আদায় করেন। এসময় ওসি তদন্ত মো. হেমেদী সাহান সহ থানা পুলিশ ,আনছার সহ আইন শৃংঙ্খলা রক্ষা বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন।