ভাণ্ডারিয়ায় নিউ গ্রীণ লাইফ ক্লিনিক এন্ড নার্সিং হোমের উদ্বোধন

ভাণ্ডারিয়ায় বুধবার বাদ আছর নিউ গ্রীণ লাইফ ক্লিনিক এন্ড নার্সিং হোম এর অনুষ্ঠিত উদ্বোধন করা হয়। পৌর শহরের কলেজ রোড নামে খ্যাত সড়কের পূর্ব পার্শে স্থানীয় ওভার বিজ্র সংলগ্ন একটি ভবনের দোতালায় আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার প্রধান অতিথি থেকে এটির উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা হিন্দু,বৌদ্ধ,খৃষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দু বসু,উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার,সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার,প্রতিষ্ঠানটির পরিচালক মো. ওমর ফারুক সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সেবা প্রতিষ্ঠানটির উত্তর’ত্তর কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মাহাফুজুল হাসান।