ভালোবাসা ও বসন্তে ফুল বিক্রির ব্যস্ততা

ভালোবাসা ও বসন্তে ফুল বিক্রির ব্যস্ততা

চার দিকে ঝরা পাতার মর্মর ধ্বনি জানিয়ে দিচ্ছে বসন্ত এসেছে। এবছর দুটি উৎসব বসন্ত ও ভালোবাসা দিবস একত্রে থাকার কারনে বরিশাল নগরীর ফুলের দোকান গুলোতেও শুরু হয়েছে ফুল বিক্রির ব্যস্ততা। প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানাতেই ফুল কিনেছেন অনেকে। সকাল থেকে সন্ধ্যা নগরীর কাকলির মোড়ে ফুলের দোকানে চোখে পরার মত ভির দেখা যায়। অন্য অন্য দিনের তুলনায় ফুলের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। ক্রেতাদের সামলাতে ব্যস্ত সময় পার করছে দোকানীরা। 

ছবি এন আমিন রাসেল।

ছবি : এন আমিন রাসেল।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরজমিনে গিয়ে দেখা যায় ভালোবাসা এবং বসন্ত দুটি উৎসব একদিনে হওয়ায় প্রতিবছরের তুলনায় ফুলের দোকানে ব্যস্ততা একটু বেসিই। চলছে আগাম কেনা কাটা। তাছার আবার কোভিড-১৯ এর জন্য স্কুল কলেজ বন্ধ থাকায় বেচাকেন কম হতে পারে খুনসুটি দেখা যায় ফুল ব্যবসায়ীদের মধ্যে।

ছবি এন আমিন রাসেল।

ছবি : এন আমিন রাসেল।

ফুলক্রেতা ফহমিদা ভোরের আলোকে বলেন, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ফুল ছাড়া পূর্ণতা পায় না তাই অবশ্যই ফুলের পশর উৎসবকে আরো রাঙিয়ে তোলে এবং প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানতেই আমাদের এই ফুল সংগ্রহ। সর্বপরি ফুল আমাদের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ।

ছবি : এন আমিন রাসেল।

গাজি ফুলঘরের স্বত্তাধীকারি বলেন,  করোনাভাইরাস এর প্রভাবে অনেকটা দিন আমাদের ফুল বেচা-কেনা বন্ধ ছিলো। তাছারা প্রতিবছর এই ভালোবাসা দিবস  এবং বসন্ত উৎসবেকে ঘিরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রিদের ফুল কেনার চাহিদা থাকে বেশি। কিন্তু এবছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং অনেকে চলে গেছেন গ্রামের বাড়িতে তাই একটু বেচা কেনা প্রতিবছরের তুলনায় কম হতে পারে।

ছবি : এন আমিন রাসেল।