ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিলন

পিরোজপুরের ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ১২ ফেব্রুয়ারি শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মো.মিরাজুল ইসলাম মিরাজ ( দৈনিক পিরোজপুর কণ্ঠ) সভাপতি ও মো. শফিকুল ইসলাম মিলন ( দৈনিক যুগান্তর) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্য নেতারা হলেন, সহ সভাপতি পদে এহসাম হাওলাদার( আনন্দ টিভি), হাসান ইমাম পান্না( দৈনিক খবরপত্র), রিয়াজ মাহমুদ( মানবকণ্ঠ) , সহ সাধারন সম্পাদক মো. মামুন হোসেন( নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ মো., আবুল আজাদ(দেশের কণ্ঠ) , সাহি ও সংস্কৃতি সম্পাদক যৌথভাবে মো. শাহজাহান হোসেন ( আমাদের বরিশাল), মো. তরিকুল ইসলাম (পরিবর্তন), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আল আমীন আহম্মেদ ( সংবাদ সকাল) , দপ্তর সম্পাদক মো. মনির হোসেন কাজী( দৈনিক জনতা), কার্যনির্বাহী পদে মো. বেলায়েত মুন্সি( ভোরের অঙ্গীকার ) মো. লোকমান হোসেন (কলমের কণ্ঠ) , মো. বশীর উদ্দিন (দৈনিক সংগ্রাম), মো. শহীদুল ইসলাম ( আজকের বরিশাল), মো. শহীদুল ইসলাম মল্লিক( ইনকিলাব), মো. সুমন মল্লিক ( বাংলাদেশ সময়). মো. মাছুম বিল্লাহ ( দখিনের খবর) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, নারী ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, সিদ্দিকুর রহমান টুলু ও যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারসহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন আবদুলহ মাহমুদ সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শফিকুল ইসলাম আজাদ( দৈনিক ভোরের আলো)ও বিএসএল নিউজ,মোঃএমদাদুল হক, সহকারী অধ্যাপক ,আল গাজ্জালী ইসলামিয়া কামিল মাদ্রাসা।