মঠবাড়িয়া উপজেলা যুবলীগ সভাপতিকে কুপিয়েছে সন্ত্রাসীরা, বরিশাল শেবাচিমে ভর্তি

বরিশালের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গ জড়িতদের দ্রু গ্রেপ্তার ও বিচার দাবি করেছে তার অনুসারীরা।
গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে মঠবাড়িয়া উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে ঘটে এই সন্ত্রাসী হামলার ঘটনা।
হানিফের স্বজন ও অনুসারীরা জানান, গত রোববার মো. ইদ্রিস নামে হানিফের এক অনুসারীকে একই কারণে কুপিয়ে আহত করে দলীয় প্রতিপক্ষ। এর প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সমাবেশ না করার জন্য অনুরোধ করে। এরপর হানিফ দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেয়। সন্ধ্যার পর দলীয় রাজনৈতিক প্রতিপক্ষের ২০-২৫ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হানিফের ওপর হামলা চালায়। তারা তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আবু হানিফের স্বজন ও অনুসারীরা।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডা. সুদীপ কুমার হালদার জানান, রোগীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপে ক্ষত রয়েছে। তার চিকিৎসা চলছে।