শারদ উৎসবে বরিশালে বিনামূল্যে চিকিৎসা সেবা

স্বাজসজ্জা, আলোক সজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে ব্যাতিক্রমী অায়োজনে বরিশালে হচ্ছে শারদ উৎসব। বরিশালে অষ্টমী পূজোর সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন শতাধিক মানুষ। পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের উদ্যোগে শংকর মঠ প্রাঙ্গনে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
শনিবার সকাল সাড়ে ৯টায় েএর সূচনা হয়। শংকর মঠ পূজা উদযাপন কমিটির সহযোগিতায় এবং রয়েল সিটি হাসপাতালের বাস্তবায়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজোর ভ্যানের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ভানু লাল দে। এসময় অারো বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিৎ দত্ত লিটু, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানান্দ ট্রাস্টের সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার ভাষাই, পূজোর ভ্যানের সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে, সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু প্রমূখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জয় কর্মকার। এসময় আরো উপস্থিত ছিলেন পূজোর ভ্যানের কার্যকরি সদস্য ডা রোহান খান, তন্ময় দাস তপু, পার্থ রায়, সুব্রত দেবনাথ, অনুপ দাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বরিশালে দূর্গা পূজাকে ঘিরে বিভন্ন সামাজিক সংগঠন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান, বৃক্ষ রোপন, বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণে নজির স্থাপন করেছে সত্যিকার অর্থেই দূর্গ পূজা মানবিক পূজায় রুপ পেয়েছে। উল্লেখ্য, পূজোর ভ্যান প্রতি বছর বিভিন্ন ক্যাটাগড়িতে শারদ সম্মাননা প্রদান, সম্প্রীতি সমাবেশ, শারদীয় মিলন উৎসবের আয়োজন করে থাকে। তবে করোনা মহামারির কারণে এবছর ঐ অয়োজন বাতিল করে ব্যাপক সেবা মূলক কর্মসূচি গ্রহন করে।