বরিশালে পুলিশি বাধায় বিএনপি’র বিক্ষোভ মিছিল পন্ড

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশি হামলা ও মামলার প্রতিবাদে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়।
রবিবার (২৩ মে) বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির কর্যালয়ে সামনে এ ঘটানা ঘটেছে।
মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড. রেজাউল করিম রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর সাধারন সম্পাদক হুমাউন কবীর, জেলা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি এ্যাড. তারেক আল-এমরান, সাধারন সম্পাদক কামরুল আহসান প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করলে পুলিশ তাতে বাধা দেয়। এক প্রর্যায়ে পুলিশের সাথে কয়েকদফা ধাক্কা-ধাক্কি করে পুনরায় দলীয় কার্যলয়ে ফিরে যায় নেতাকর্মীরা।
এদিকে সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দালে সভা স্থলে যোগ দেন। এসময় সদর রোডে বিপুল পরিমানে পুলিশ মোতায়ন করা ছিলো।