মঠবাড়িয়ায় গৃহবধূর শ্লীতাহানীর অভিযোগে আদালতে মামালা

মঠবাড়িয়ায় গৃহবধূর শ্লীতাহানীর অভিযোগে আদালতে মামালা

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধূকে শ্লীতাহানি ও মারধরের অভিযোগে মঠবাড়িয়া জুডিসিয়াল আদালতে একটি মামলা হয়েছে। 

ঘটনা সূত্রে জানাযায়, চুরির ঘটনাকে কেন্দ্র করে গত রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বেতমোর ইউনিয়নের, পূর্ব রাজপাড়া (২নং ওয়ার্ড) এর প্রবাসী দুলাল হাওলাদারের স্ত্রী শাহানাজ বেগম (৩৫) এর সাথে পার্শ্ববর্তী ঘরের জাকির খান (৪৮), মাহামুদ নবী খান (২৮), রুমা বেগম (৩২), হাসিনা বেগম(৪৫) এর মারামারির ঘটনা ঘটে। 

মামলা সূত্রে জানাযায়: শাহনাজ বেগম এর স্বামী দীর্ঘদিন সৌদি আরবে থাকায় তিনি ও তার ২ পুত্র হাসান (১৮) ও হাসিব (১৩) নিজ বাড়িতে বসবাস করে আসছে, এতে উল্লেখ্য হামলাকারীরা সুযোগ মত তার বসত ঘরে বিভিন্ন সময়ে খুঁটিনাটি মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার দিন বিকেলে শাহনাজ এর বড় ছেলেরা বাড়ির বাইরে থাকার সুযোগে মামলার ৩ নং আসামি রুমা বেগম ঘরের মধ্যে ঢুকে মালামাল চুরি করে বোগোলে ঢুকাইলে তৎক্ষণাৎ দেখতে পেয়ে শাহনাজ তাকে হাতেনাতে ধরে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে রুমা বাড়িতে গিয়ে অন্যান্য আসামীদের ডেকে আনে তারা দাও, লোহার রড ও লাঠি নিয়ে শাহনাজের ঘরে অবৈধ অনুপ্রবেশ করে চুলের মুঠি ধরে পরস্পর যোগাযোগের সকল আসামিরা শাহনাজের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুসি লাথি মারতে থাকে। এ সময় তিনি ঘরের মেঝে মাটিতে পড়ে গেলে ১নং আসামী জাকির খান তার পেটের উপর উঠিয়ে উপযুগল লাথি মারতে থাকে। এবং ৩ নং আসামী রুমা শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে, এ সময়ে ডাক চিৎকার করলে জাকির খান ও মাহমুদ নবী কু-উদ্দেশ্যে শাহনাজের শরীরের কাপড়-চোপড় টেনে খুলে বিবস্ত্র করে ফেলে। এ সময় তারা শাহনাজের গলার স্বর্ণের চেইন কানের ঝুমকা সোকেজে থাকা নগদ এক লক্ষ টাকা ও দুটি মোবাইল সেট নিয়ে ঘর থেকে বের হয়ে চলে যায়।

ঘটনার ডাকচিৎকারে স্থানীয় প্রতিবেশী ও সাক্ষীগণ শাহনাজকে অসুস্থ অবস্থায় পেয়ে ঘটনাস্থল হইতে উদ্ধারপূর্বক মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাহনাজ বেগম ১৩ অক্টোবর বিকেল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন, তার শরীরে বিভিন্ন স্থানে জখম সহ নীলা ফুলা দাগ রয়েছে।

একই এলাকার বাসিন্দা পক্ষদ্বয়ের প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শী পারুল বেগম বলেন, শাহনাজের ডাক চিৎকারে আমরা তার বাড়িতে গিয়ে দেখতে পাই জাকির খান, রুমা বেগম, হাসিনা বেগম ও মাহমুদ নবী শাহনাজের ঘরের মধ্যে তাকে এলোপাথাড়ি ভাবে মারধর করে বিবস্ত্র করে ফেলে। এতে বাধা দিতে গেলে তারা উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ সহ হুমকি দেয়। 

আদালত সূত্রে জানা যায়, উক্ত ঘটনায় শাহনাজ বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন যার মামলা নং- এম পি  ৬১৩/২২।