মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কায়সারের মৃত্যু

বার্ধক্যজনিত রোগে মারা গেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ মোহাম্মদ কায়সার (৭৭)।
শুক্রবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার।
তিনি জানান, সৈয়দ মোহাম্মদ কায়সার মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
এদিকে সৈয়দ কায়সারের ছোট ভাই সৈয়দ মোহাম্মদ ফয়সল জানান, তার ভাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের আওতাধীন বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। তার মরদেহ মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পিআর/বিজি