মারা গেছেন বিশ্ব চ্যাম্পিয়ন স্নোবোর্ডার অ্যালেক্স পুলিন

মারা গেছেন বিশ্ব চ্যাম্পিয়ন স্নোবোর্ডার অ্যালেক্স পুলিন

অস্ট্রেলিয়ার দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন স্নোবোর্ডার অ্যালেক্স পুলিন মারা গেছেন। স্পেয়ারফিশিং করতে গিয়ে তার মৃত্যু হয় বলে ধারণা করছে স্থানীয় কর্মকর্তারা।

বুধবার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের সমুদ্র সৈকতে তার নিথর দেহ পাওয়া যায়।

৩২ বছর বয়সী পুলিনকে সেই জায়গাতেই প্যারামেডিকস চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি আর স্বাভাবিক অবস্থা ফিরে আসেননি।
ডাকনাম ‘চাম্পি’ ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিকে অস্ট্রেলিয়ার পতাকাবহন করেছিলেন।

কুইন্সল্যান্ডের এক অ্যাম্বুলেন্সের লোক এ বিষয়ে বলেন, ‘তিনি পাম সৈকতে স্পেয়ারফিশিং করছিলেন। তাকে স্থানীয় মানুষ উপকূলে নিয়ে এসে লাইসেভার্স ও প্যারামেডিকস দেয়।

স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, একটি স্নোকারকিলার কৃত্রিম পাথরের ওপরে পুলিনকে অচেতন অবস্থায় ডুবে থাকতে দেখা যায়। পরে লাইফগার্ডরা তাকে কিনারায় নিয়ে আসে ও স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে প্যারামেডিকস দেয়।

পুলিন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ম্যানসফিল্ড শহরে বেড়ে উঠেছেন। আর মাত্র ৮ বছর বয়সেই স্নোবোর্ডের দীক্ষা পান তিনি। পরবর্তীতে ২০১১ ও ২০১৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন। এছাড়া তিনি দেশের হয়ে স্নোবোর্ডে ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে অলিম্পিকে অংশগ্রহণ করেন।