মির্জাগঞ্জে বৃদ্ধের প্রাণ নিল মোটরসাইকেল

মির্জাগঞ্জে বৃদ্ধের প্রাণ নিল মোটরসাইকেল

বরগুনা-বরিশাল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় শেবাচিমে পাঠানো হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার এই ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধ  উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামের মৃত সয়জদ্দিন ফরাজীর ছেলে মো. ইউনুচ ফরাজী(৬৫) । চালক নীরব(২১) উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের দুলাল শিকদারের ছেলে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ইউনুচ ফরাজি পালিত ছাগল নিয়ে হেঁটে সড়ক পাড় হচ্ছিলেন। এ সময়ে একটি মোটরসাইকেল এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পরে। এছাড়াও মোটরসাইকেল চালক নীরব সিকদার মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইউনুচ ফরাজিকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মোটরসাইকেল চালক নিরবকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে রেফার করেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।’