মুলাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা

মুলাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা


বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে উল্লেখ করে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। 


গতকাল সোমবার বিকাল ৪টায় বাটামারা ইউনিয়নের রহিম বাজারে অনুষ্ঠিত ইউনিয়ন স্বেচ্ছাসেকলীগের কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অহিদ খান ও বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম হিরন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ ইয়ার হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সালাহ উদ্দিন অশ্রু, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, উপজেলা কৃষকলীগ সভাপতি এস এম কামাল পাশা, সাধারন সম্পাদক বদরুজ্জামান বদরুল ফকির, বাটামারা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান মাষ্টার, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।