মঠবাড়িয়ায় নবনিযুক্ত পৌর প্রশাসককে গণসংবর্ধনা

পিরোজপুরের সর্ব বৃহত্তর মঠবাড়িয়া পৌরসভার নবনিযুক্ত প্রশাসক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আরিফ উল হক-কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। পৌরবাসীসহ উপজেলার বিভিন্ন স্তরের জনগণ গণসংবর্ধনা অনুষ্ঠানকে জনসমুদ্রে পরিণত করে।
সোমবার (২৯ মে) বিকাল ৪টায় পৌরসভার চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ গণসংবর্ধনা দেওয়া হয়। উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহিনের সঞ্চালনায় সাবেক পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা প্রধান অতিথিকে এবং নবনিযুক্ত পৌর প্রশাসককে ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেন।
প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ তার বক্তব্যে বলেন, আরিফ উল হক একজন সৎ, নিষ্ঠাবান ও রাজপথ থেকে উঠে আসা পরীক্ষিত এক রাজনীতিবিধ। একজন সংগ্রামী মানুষ। বিভিন্ন সময়ে তার যোগ্যতাকে মূল্যায়ন করা হয়নি। অনেকে তার যোগ্যতাকে ব্যবহার করে তাকে রেখেছে নিষ্ক্রিয়। আজ মাননীয় প্রধানমন্ত্রী তাকে মূল্যায়ন করে যোগ্য স্থানে বসিয়েছেন। এসময় তিনি নবনিযুক্ত পৌর প্রশাসককে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসাবে মঠবাড়িয়া পৌরসভাকে গড়ে তোলার লক্ষ্যে প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহনের আহবান জানান।
নবনিযুক্ত পৌর প্রশাসক আরিফ উল হক পৌরবাসীর প্রত্যাশা ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।