মেহেন্দিগঞ্জে অপহৃত শিশু কর্নফুলী-১ লঞ্চ থেকে উদ্ধার

মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামের হোটেল ব্যবসায়ী মামুনের ছোট ছেলে শিশু নাঈম হোসেন (৬) কে অপহরণ করার সময় ৩ অপহরনকারীকে আটক করেছে জনতা।
শিশু নাঈমের বাবা মামুন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বেলা আনুমানিক ৩টার সময় তার ছেলে শিশু নাঈম হোসেনকে খুঁেজ পাওয়া যাচ্ছিল না। রাতে নিখোঁজের সংবাদে পাতারহাট বন্দরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় এবং মেহেন্দিগঞ্জ থেকে ঢাকাগামী বিভিন্ন লঞ্চে সংবাদ দেওয়া হয়।
এমন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী লঞ্চ এমভি কর্নফুলী-১ এ জনতার হাতে শিশু নাঈম সহ ৩ যুবক আটক হয়।
অপহরণকারী ৩ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। আটককৃতরা হলেন, মেহেন্দিগঞ্জ চরহোগলা গ্রামের বেল্লাল সিকদার (১৯), রবিউল সিকদার (২৩) ও চানপুর ইউনিয়নের কোলচরী গ্রামের রিগান হোসেন (২২)। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মজিবুর রহমানের গণমাধ্যমকে জানান, শিশু নাঈম সহ ৩ অপহরণকারীকে ঢাকা কোতোয়ালী থানায় আটক রাখা হয়েছে। তাদেরকে মেহেন্দিগঞ্জ থানায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।