মেহেন্দিগঞ্জে টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনের মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মে) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের চরশ্যামরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত লাবনী আক্তার (১৪) ও নাবিলা আক্তার (৪) ওই গ্রামের মো. আলী হোসেন মোল্লার মেয়ে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে আটটার দিকে নাশতা খাওয়ার সময় ঘরের টিনের বেড়ার সঙ্গে পিঠ লাগিয়ে বসলে দুই বোন বিদুৎপৃষ্ট হয়।
মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসকেরা দুইবোনকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.নুরুন্নবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু ও মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম মো. জিয়াউর রহমান।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে এই দুর্ঘটনা ঘটেছে।