বিএম কলেজের প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া বরিশাল জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে সরকারি ব্রজমোহন কলেজ। গত মঙ্গলবার (২৪ মে) জেলার বাছাই কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছেন।
উল্লেখ্য, ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৬৪ সালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৫ সালে বিএ (অনার্স), ১৯৮৬ সালে এমএ এবং ১৯৮৯ সালে একই বিশ^বিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী লাভ করেন। এছাড়াও ২০০৫ সালে ভারতের যাদবপুর বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বিসিএস ক্যাডারে প্রভাষক পদে সরকারি চাকুরিতে যোগদান করেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থ ও প্রবন্ধ পাঠকপ্রিয়তা পেয়েছে। তিনি ভারতের যাদবপুর বিশ^বিদ্যালয়ের পিএইচডি থিসিসের একজন বহিঃপরীক্ষক।