বিএম কলেজের প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ

বিএম কলেজের প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া বরিশাল জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে সরকারি ব্রজমোহন কলেজ। গত মঙ্গলবার (২৪ মে) জেলার বাছাই কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছেন।

উল্লেখ্য, ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৬৪ সালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।

 তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৫ সালে বিএ (অনার্স), ১৯৮৬ সালে এমএ এবং ১৯৮৯ সালে একই বিশ^বিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী লাভ করেন। এছাড়াও ২০০৫ সালে ভারতের যাদবপুর বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বিসিএস ক্যাডারে প্রভাষক পদে সরকারি চাকুরিতে যোগদান করেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থ ও প্রবন্ধ পাঠকপ্রিয়তা পেয়েছে। তিনি ভারতের যাদবপুর বিশ^বিদ্যালয়ের পিএইচডি থিসিসের একজন বহিঃপরীক্ষক।