মেয়রের মামলা প্রত্যাহারের দাবি বিসিসির কর্মকর্তা ও কর্মচারিদের

বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে পৃথক দুটি মানববন্ধন করেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ও পরিছন্নতা কর্মীরা।
আজ শনিবার (২১ আগস্ট) বেলা এগারোটায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউনহলের সামনে আলাদা আলাদা মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, সিটি মেয়র কাউন্সিলরসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবী জানান তারা।
এসময় বিসিসির কর্মচারীরা বলেন, গ্রেপ্তার আতংকে কাজে যোগদান করতে পারছেননা তারা।
উল্লেখ্য গত বুধবার (১৮ আগস্ট) বরিশাল সদর উপজেলা চত্বরে শোক দিবসের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে প্রথমে কথার কাটাকাটি হয় ইউএনও মুনিবুর রহমানের সাথে বিসিসির স্টাফদের মধ্যে পরে আওয়ামীলীগ পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করেন, একটি মামলার বাদী সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমান অপরটি দায়ের করেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।