ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সৈয়দ মোখশেদ হোসেন।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল থেকে বালিপাড়া যাওয়ার পথে একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।