যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্তের বিশ্বরেকর্ড

যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্তের বিশ্বরেকর্ড

করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত শনাক্তের বিশ্বরেকর্ড এখন যুক্তরাষ্ট্রের। সোমবার ওমিক্রন সুনামিতে দেশটিতে দশ লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তথ্য অনুসারে, সোমবার যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৮৪ হাজার। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের দৈনিক শনাক্তের রেকর্ড ছিল ৫ লাখ ৯০ হাজার। সোমবার শনাক্তের সংখ্যা আগের রেকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ। দুই বছর আগে শুরু হওয়া মহামারিতে এখন পর্যন্ত কোনও দেশে দৈনিক শনাক্তের রেকর্ড এটি।  

আক্রান্তের সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্রে গুরুতর সংক্রমণ ও মৃত্যু সমানুপাতে বাড়েনি। নতুন সংক্রমিতরা বাড়িতে আইসোলেশনে থাকছেন। দেশজুড়ে প্রভাবের মধ্যে রয়েছে ফ্লাইট বাতিল, স্কুল ও অফিস বন্ধ এবং হাসপাতালে রোগীদের ভীড় দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, সংক্রমণ বাড়ার কারণে হাসপাতালগুলোতে চাপ পড়বে। তিনি বলেন, যে দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে তা নজিরবিহীন। এবার অতীতের যে কোনও পরিস্থিতি ছাড়িয়ে গেছে।