দুঃসংবাদ বাংলাদেশ দলের জন্য

মাউন্ট মঙ্গানুই টেস্টে চালকের আসনে বাংলাদেশ। জয়ের সুবাসও পাচ্ছে। দলে তৃপ্তির হাসি ঝিলিক দেওয়ার মাঝে এলো দুঃসংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলা মাহমুদুল হাসান জয়কে আর পাচ্ছে না বাংলাদেশ! চোটে তরুণ ওপেনারের সিরিজ শেষ হয়ে গেছে। আঙুলের চোটে পঞ্চম দিনে মাঠে নামা হচ্ছে না তার। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে ব্যাটও করতে পারবেন না জয়! জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম জানিয়েছেন, আগামী ৭ থেকে ১০ দিন জয়কে পর্যবেক্ষণে রাখা হবে। এর মানে দাঁড়ায়, ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তার খেলার সুযোগ নেই।
(মঙ্গলবার) চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় ডান হাতের তিন ও চার নম্বর আঙুলের মাঝে চোট পান জয়। তার হাতে তিনটি সেলাই পড়েছে। বায়েজেদুল বলেছেন, ‘ (মঙ্গলবার) ফিল্ডিং করার সময় মাহমুদুল হাসান জয়ের ডান হাতের আঙুলে একটি ইনজুরি হয়েছে। তার তিন ও চার নম্বর আঙুলের মাঝে চোট লেগেছে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন, তিনি সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে ওর হাতে। ৭-১০ দিন ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। যেসব ওষুধ দরকার, দিয়ে দেওয়া হয়েছে।’
নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক হয় জয়ের। কিন্তু প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের কাছ থেকে টেস্ট ক্যাপ পাওয়া এই ব্যাটার নিজের অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি। তবে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছেন।