রাজশাহীতে ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহীতে ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহীতে ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলমও অনুষ্ঠানে যোগ দেন।

এতে, পুলিশ সংস্কার কমিশনের উদ্দেশ্যে উল্লেখ করা হয়, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নীত করার জন্য কাজ চলছে। মহাপরিদর্শক বক্তব্যে বলেন, "পুলিশের মনোবল বৃদ্ধি করতে হবে এবং জনগণের জন্য সেবক হয়ে কাজ করতে হবে।" তিনি বলেন, "থানায় সেবা নিতে আসা প্রার্থীরা যেন কখনও কষ্ট না পান এবং আপনারা জনগণের আস্থা অর্জন করবেন।"

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এসআই বদিউজ্জামান বেস্ট একাডেমিক, মো. নজরুল ইসলাম বেস্ট ইন ফিল্ড এক্টিভিস্ট, নয়ন কুমার ঢালি বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে সম্মানিত হন। এছাড়াও, আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট হিসেবে নির্বাচিত করা হয়।

এই ব্যাচের ৫০২ নবীন পুলিশ সদস্যদের মধ্যে ৪৮০ জন পুরুষ এবং ২২ জন নারী সদস্য কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এর আগে, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৮২৩ জন প্রশিক্ষণার্থী ২০২৩ সালের নভেম্বর থেকে এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।