রিফাত হত্যা : মিন্নিকে জিজ্ঞাসাবাদ, এসপির সংবাদ সম্মেলন

রিফাত হত্যা : মিন্নিকে জিজ্ঞাসাবাদ, এসপির সংবাদ সম্মেলন
রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হত্যা মামলায় জড়িত আসামীদের সনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনসে আনা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছে এসপি। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১ টার দিকে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এরআগে সকাল ৯ টার দিকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে পুলিশ লাইন্সে নিয়ে আসা হয় মিন্নিকে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সাংবাদিকদের জানান, রিফাত হত্যা মামলায় মিন্নিকে আটক বা গ্রেফতার করা হয়নি। কতক্ষন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।