লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব লঞ্চ মালিক সমিতির

লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব লঞ্চ মালিক সমিতির

একদিকে ডিজেলের মূল্যবৃদ্ধি অন্যদিকে পদ্মা সেতু হওয়ার পর যাত্রী কমে যাওয়া–এ দুই কারণ দেখিয়ে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি।

রোববার তাদের প্রস্তাব চূড়ান্ত করে বিআইডব্লিউটিএতে পাঠিয়েছে। সোমবার ভাড়া বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

শনিবার ডিজেলসহ সব জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এরপর বাসের ভাড়া ২২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয় যা রোববার থেকে কার্যকর হয়েছে। এরপর লঞ্চের ভাড়া বাড়ানো নিয়ে নিজেরা বৈঠকে বসেন লঞ্চ মালিকরা।

সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেন, শতভাগ বাড়ানোর জন্য একটি চিঠি বিআইডব্লিউটিএ বরাবর দিয়েছি। সোমবার এ বিষয়ে বৈঠক হওয়া কথা রয়েছে।

মাহবুব উদ্দিন বলেন, আগে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ৩০ পয়সা, আর এবার প্রস্তাব করেছি ৪ টাকা ৬০ পয়সা।

প্রথম ১০০ কিলোমিটারের জন্য এই প্রস্তাব কি না- জানতে চাইলে তিনি বলেন, না, কোনো ধাপ রাখা হয়নি।

ভাড়া বাড়ানোর কারণ হিসেবে মাহবুব উদ্দিন পদ্মা সেতু চালুর পর যাত্রী কমে যাওয়া এবং জ্বালানি তেলসহ আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ার কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সোমবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকের সূচি রয়েছে।