লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। বোর্ড তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় সর্বোচ্চ যত্ন সহকারে চিকিৎসার পরিকল্পনা করছে।
ডা. জাহিদ হোসেন জানান, "আগামী দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লিনিকের চিকিৎসকরা যে সিদ্ধান্ত নেবেন, তা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ডা. জাহিদ বলেন, এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসার বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশের সমর্থকদের কাছে দোয়া কামনা করা হচ্ছে।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। লন্ডনে উন্নত চিকিৎসা নিতে যাওয়াকে দলীয় নেতাকর্মীরা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।