লাল সবুজ সোসাইটির লিডারশিপ স্কিলস ট্রেনিং লার্ন টু লিড ৫

লাল সবুজ সোসাইটির লিডারশিপ স্কিলস ট্রেনিং লার্ন টু লিড ৫
বরিশাল নগরীতে লাল সবুজ সোসাইটির আয়োজনে লিডারশিপ স্কিলস ট্রেনিং লার্ন টু লিড ৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় দ্যা কিচেন রেস্টুরেন্ট এর অডিটোরিয়াম লিডারশিপ ট্রেনিং শুরু হয়। পরিচয় পর্বের মাধ্যমে লিডারশিপ ট্রেনিং শুরু করেন লাল সবুজ সোসাইটির সভাপতি তাহসীন উদ্দিন। প্রায় ৪৫ জন নতুন সদস্যদের নিয়ে এই ট্রেনিং এর আয়োজন করা হয়। ট্রেনিং এ সেশন পরিচালনা করেন কোডেক খুলনা শাখার টেকনিক্যাল অফিসার জেরিন তাসনিম, সাংস্কৃতিক সংগঠক আব্দুস সোবাহান বাচ্চু, ফ্যাসিলিটেটর অ্যাক্টিভ সিটিজেন ব্রিটিশ কাউন্সিল আওলাদ রাকিব,রিজিওনাল ম্যানেজার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, চীফ ইউনিসেফ বরিশাল এ.এইচ. তৌফিক আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা মোঃ রাসেল আহমেদ এবং লাল সবুজ সোসাইটির সভাপতি তাহসিন উদ্দিন। সেশনে লিডারশীপ স্কিল এর উপর বিভিন্ন রকম ট্রেনিং দেয়া হয়। লাল সবুজ সোসাইটির সভাপতি তাহসিন উদ্দিন বলেন, এটা আমাদের ৫ম লিডারশিপ স্কিলস ট্রেনিং। আমরা বিভিন্ন সময় আমাদের সদস্যদের বিভিন্ন ট্রেনিং দিয়ে তাদের স্কিল ডেভলপ করি। সেশন শেষে বিকাল ৬টা ৩০ মিনিটে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে এই লিডারশিপ স্কিলস ট্রেনিং এর সমাপ্তি করা হয়।