লালমোহনে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে নেতা কর্মীদের ফাঁসানোর অভিযোগ

ভোলার লালমোহন উপজেলায় চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, দলের লোকজনই এ ঘটনার সঙ্গে জড়িত।
গত শনিবার ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের সমর্থকরা লালমোহন পৌরসভা থেকে এসে হরিগঞ্জ বাজারের শোডাউন দিচ্ছেন। শনিবার রাতে হঠাৎ ৩৫-৪০টি মোটরসাইকেলে করে ৭০-৮০ জন যুবক আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে।চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থন করছি। এর জের ধরে লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হতে হয়েছে।তিনি অভিযোগ করে বলেন, দলের কয়েকশ ত্যাগী নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের নেতাকর্মীরা যেন এলাকায় থাকতে না পারেন, এ জন্য বর্তমান সাংসদের চিহ্নিত সন্ত্রাসী মেহের, মাসুম, অভির নেতৃত্বে ৭০-৮০ জন লালমোহন পৌরসভা থেকে হরিগঞ্জ বাজারে এসে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে।
উল্টো আমাদেরকেই মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এ বিষয়ে আমরা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।