লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকার আরো ৫০ আরোহী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিকরি। খবর এএফপির।

মোহাম্মদ জিকরি বলেন, বেঁচে যাওয়াদের তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে। তারা লিবিয়া থেকে ইউরোপের দিকে যাচ্ছিলেন। 

রবিবার লিবিয়া থেকে প্রায় ৯০ যাত্রী নিয়ে নৌকাটি ছেড়ে আসে। 

তিউনিসিয়ার নৌবাহিনী জানায়, সোমবার প্রায় ১০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয় একটি ডুবতে থাকা নৌকা থেকে। যারা ছিল বাংলাদেশ ও সুদানের নাগরিক।  

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এএফপিকে বলেন, বেঁচে যাওয়া ৩৩ জন বাংলাদেশ থেকে এসেছেন। এ ছাড়া অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। 

২০২১ সালে এ পর্যন্ত ইউরোপগামী ৫০০ যাত্রী নিহত হন নৌকাডুবিতে।