শারদীয় উৎসবে ‘বরিশালের পুজো’র উপহার

শারদীয় উৎসবে ‘বরিশালের পুজো’র উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন সম্প্রদায়ের ৬০ পরিবারের মাঝে খাদ্য উপহার তুলে দিয়েছে ফেসবুক ভিত্তিক সংগঠন ‘বরিশালের পূজো’।

গতকাল রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে ফেসবুক ভিত্তিক সংগঠন (ফেসবুক গ্রুপ) ‘বরিশালের পুজো’র আয়োজনে ওই উপহার দেয়া হয়।

বরিশালের পূজো সংগঠনের কর্মী কমল ঘোষ ভোরের আলোকে বলেন, বরিশালে পূজো একটি ফেসবুক ভিত্তিক সংগঠন। বৈশ্বিক এই করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এই নগরীর মুখফুটে বলতে না পারা কিছু পরিবারের পাশে নিত্যদিনের পন্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়ানোর প্রয়াস মাত্র। আজকে আমাদের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেছি। সোমবার (১৯ অক্টোবর) আমাদের দ্বিতীয় কার্যক্রম শিশুদের নিয়ে। আমারা চাই মুখফুটে বলতে না পারা পরিবারের শিশুদের মুখেও এই উৎসবে হাসি ফুটুক। ওদের জন্য একটু ভালোমন্দ খাবারে ব্যবস্থা করেছি এবং সাথে কিছু উপহার সামগ্রীও আছে।

কমল ঘোষ আরো বলেন, ‘বরিশালের পুজো ফেসবুক গ্রুপের অধিকাংশ সদস্যরা আমাদের সহযোগিতা করেছে। যাদের সহযোগিতায় আজ এই পরিবার গুলোর পাশে দাঁড়াতে পেরেছি।’ এবং আমাদের  টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমে কাজটি সম্পন্ন করতে পেরেছি।

সংগঠনের কর্মী মৌটুসী বিশ্বাস বলেন, ‘আমরা অল্প সংখ্যক কর্মী এক সঙ্গে মিলে একটা চেষ্টা করেছি মাত্র। আজকে শেষ মুহূর্ত যখন সবার হাতে এই উপহার পৌঁছে দিতে পেরেছি তখন আমার ভেতরে একধরণের প্রশান্তি কাজ করছে। আমি নিজে পূজোতে একটি নতুন জামা পরে যতটুকও আনন্দ পেতাম তার থেকে আজ অধিক আনন্দ পেয়েছি। আমরা যেন এভাবে মানুষের সঙ্গে উৎসব উদযাপন করতে পারি।’

উপহার বিতরণী অনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন, র্দূজয় খান প্রান্ত, অন্তরা দেবনাথ, জয়ন্ত কুমার শীল, সুপ্রিয় ঘোষ নীল, অঙ্গন ভদ্র অন্তু, তানজীল রেহানসহ অনান্য কর্মীবৃন্দ।