শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি সভা সোমবার

শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি সভা সোমবার

প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চেয়েছে শিক্ষামন্ত্রণালয়। এ উপলক্ষ্যে আগামী সোমবার জরুরি সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি উপসচিব আক্তার উননেছা শিউলীর সই করা একটি নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।

নোটিশে বলা হয়, আগামী সোমবার (২১ মার্চ) বিকাল ৩টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে (কক্ষ নং-১৮১৫, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা) সভাটি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সকলকে সংযুক্ত ছকে বর্ণিত স্ব স্ব ক্ষেত্রে প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুতি/নির্দেশনাসমূহের বাস্তবায়িত এবং অবাস্তবায়িতসহ সকল প্রতিশ্রুতি/নির্দেশনার বাস্তবায়নের হালনাগাদ অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থিত হওয়ার আগেই পাঠাতে হবে।