শীতার্ত মানুষের পাশে বুলবুল খান ফাউন্ডেশন

শীত মৌসুমে শীতার্ত গরিব, অসহায়, দুঃখী মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে, হাত বাড়িয়েছে বুলবুল খান ফাউন্ডেশন। বরিশাল নগরীতে অসহায় শীতার্তদের মাঝে গত এক মাস ধরে শীতবস্ত্র বিতরণ করছে বুলবুল খান ফাউ-েশন।
বরিশাল নগরীতে কনকনে শীতের মাঝে রাস্তার পাশে, নগরীর বিভিন্ন কলোনীতে থাকা দুস্থ পরিবারে মাঝে, গ্রামের খেটে খাওয়া গরিব মানুষদের জন্য ১,০০০ (এক হাজার) কম্বল বিতরণ করা হয়। ডিসেম্বরের পুরো মাস জুড়ে চলে ওই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম খান বুলবুল ভোরের আলোকে জানান, এই শীতের মৌসুম অসহায়, দুঃখী মানুষের জন্য বড় বিপদ। ‘মানুষ মানুষের জন্য’। মানুষ বিপদে পড়লে সর্বপ্রথম মানুষকে এগিয়ে আসতে হয় এবং এগিয়ে আসবে। তাই আমাদের উদ্যোগটাও এমন। অসহায় হলে তাকে যথাসাধ্য সাহায্য করা সমাজের বিত্তবান প্রতিবেশীদের ইমানি দায়িত্ব ও মানবিক কর্তব্য বলে মনে হয় আমার।