শীতার্তদের মাঝে বিএনসিসি’র উপহার

বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে বরিশালে অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছে বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)। বিএনসিসি’র সুন্দরবন রেজিমেন্টের ২৫ ব্যাটালিয়নের এ ও বি কোম্পানীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চত্ত্বরে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর রশিদ, ‘এ’ কোম্পানীর কমান্ডার লেফটেন্যান্ট মো. দরবেশ আলী, ‘বি’ কোম্পানীর কমান্ডার ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সত্য রঞ্জন দাস এবং বরিশাল বিশ^বিদ্যালয়, সরকারি বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া কলেজ, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এবং জিলা স্কুলের বিএনসিসি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১২০ জন অসহায়-দুঃস্থের মাঝে শীতবস্ত্র বিতরন করেন অতিথিরা।