শুক্রবার সরকারি হাসপাতালে ডাক্তার না থাকার পক্ষে সাফাই গাইলেন স্বাস্থ্য মহাপরিচালক

বরিশালে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, শুক্রবার হাসপাতালে ডাক্তার থাকে না- কথাটা ঠিক নয়। শুক্রবার জুনিয়ার ডাক্তাররা থাকে। সিনিয়র ডাক্তারা অনকলে থাকবে। সিনিয়র ডাক্তাররা সারাক্ষণ হাসপাতালে থাকবে না। মিডলেভেলের ডাক্তারাও শুক্রবার হাসপাতালে থাকবে না। ওইখানে থাকবে জুনিয়র ডাক্তাররা। যারা ইন্টার্ণ, যারা ট্রেনিং করছে তারা থাকবে সেখানে। কিন্তু অনকলে আসবেন ডাক্তাররা, যখন যাকে লাগবে তারা অনকলে আসবে। এটাই সারা দেশে চলছে। এ বিষয়ে অন্যান্য জায়গায়ও খোঁজ নিতে অনুরোধ করেন স্বাস্থ্য মহাপরিচালক।
শনিবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারি হাসপাতালে শুক্রবার ডাক্তারা না থাকার এই রেওয়াজকে এবার অনেকটা প্রতিষ্ঠিত করে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
শুক্রবার সরকারি ছুটির দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কোন বড় কিংবা মিডলেভেলের ডাক্তার থাকেন না। ডাক্তার না থাকায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি ওই মন্তব্য করেন।
বরিশাল নগরের শিল্পকলা একাডেমিতে সম্মিলিত কোভিড ব্যবস্থাপনা ‘বরিশাল মডেল’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি ওইসব কথা বলেছেন।
এ সময় সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।