বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের ৪৪তম বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারী মঙ্গল ও বুধবার কলেজ চত্বরে দুইদিন ব্যাপি কলেজ গভর্নিং বডির সভাপতি,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ লসয়দ এনামুল হকের তত্ত্ববধায়নে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল-২ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ শাহে আলম।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও এমপি মহোদয়ের সহধর্মিনী আতিয়া আলম মিলি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তম্বী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড.মাওলাদ হোসেন সানা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার,জেলা পরিষদের সদস্য ও উদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুন উর রশিদ,ইলুহার মাধ্যমিক বিদ্যালয় ও সৈয়দকাঠী এসই এসডিপি মডেল উচ্চ বিদ্যলয়ের সভাপতি মাহফুজা আক্তার জেসমিন,বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী,বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জগন্নাথ পাড় প্রমুখ।