শূন্য বরিশালের বিনোদন কেন্দ্র

শূন্য বরিশালের বিনোদন কেন্দ্র

গতকাল ছিলো ঈদ। আজ দ্বিতীয়দিন। করোনায় জনসমাগম রোধে বিনোদন কেন্দ্র নিষেধে নিয়ন্ত্রণ করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গতকাল ও আজ বরিশালের নগরের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্রগুলো জনশূন্য ছিল।

নগরের বঙ্গবন্ধু উদ্যান,প্লানেট পার্ক,মুক্তিযোদ্ধা পার্ক,ত্রিশ গোডাউন, আব্দুর রব সেরনিয়াবাত সেতু, বেলতলা,তালতলি সেতুতে পুলিশের পাহারা ছিল। যদীও নগরের শিশু কিশোর ভীড় করার চেষ্টা করলেও প্রশাসন তাদের ফিরিয়ে দেয়।