শ্রম দপ্তরে দর্জি শ্রমিকদের তালিকা প্রদান ও সাহায্যের আবেদন

লকডাউনে বেকার অভুক্ত দর্জি শ্রমিকদের আর্থিক সাহায্য পাওয়ার আবেদন জানিয়ে শ্রম দপ্তরে দর্জি শ্রমিকদের একটি তালিকা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে বরিশাল মহানগর দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে শ্রম দপ্তরের উপ-শ্রম পরিচালক মো. ওসমান গনির কাছে দর্জি শ্রমিকদের তালিকা প্রদান করা হয়।
বরিশাল মহানগর দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ লকডাউনে বেকার অভুক্ত দর্জি শ্রমিকদের আর্থিক সাহায্য পাওয়ার আবেদন জানিয়ে শ্রম দপ্তরে দর্জি শ্রমিকদের তালিকা প্রদান করেন। তালিকা প্রদানের সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তুষার সেন, মো. আল-আমিন, লিপিকা মজুমদার, নিরঞ্জন কর্মকার।
নেতৃবৃন্দকে আশ্বস্ত করে উপ-শ্রম পরিচালক বলেন, লকডাউনে দর্জি শ্রমিকদের যে দুর্দশা আমি তা বুঝতে পারি। আমি চেষ্টা করবো যাতে দর্জি শ্রমিকরা সরকারের আর্থিক সহায়তা পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।