শ্রমিক দ্বন্ধে বন্ধ ছিলো বরিশাল থেকে ১৭ রুটের বাস চলাচল

বরিশালের রূপাতলী বাস টার্মিনালে দুই গ্রুপ শ্রমিক দ্বন্ধের জের ধরে দক্ষিন-পশ্চিমাঞ্চলের ১৭ রুটের বাস চলাচল বন্ধ ছিলো ৩ ঘন্টা। এ সময় দুই পক্ষ হামলা এবং পাল্টা হামলার অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে। বাস বন্ধ থাকায় দর্ভোগে পড়েন ১৭ রুটে চলাচলকারী যাত্রীরা। পরে পুলিশের আশ^াসে দুপুর ২টার দিকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নগরীর রূপাতলী বাস টার্মিনালে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয় বাস মলিক-শ্রমিকরা।
বরিশাল জেলার নবগঠিত বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাস চলাচল তদারকি করছিলো লাইন সম্পাদক হান্নান মৃধা। এ সময় প্রতিপক্ষ পাল্টা শ্রমিক কমিটির সভাপতি দাবীদার সুলতান মাহমুদের লোকজন হান্নান মৃধার উপর হামলা চালায়। এতে তিনি রক্তাত্ব আহত হন। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবীতে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা।
অপরদিকে পাল্টা শ্রমিক কমিটির সভাপতি দাবীদার সুলতান মাহমুদ বলেন, তার অনুসারীর উপর হামলা চালিয়েছে অপর কমিটির লোকজন। হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে বলে দাবী করা হয়। এ ঘটনার পর উভয় পক্ষ বাস টার্মিনালে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাস টার্মিনালে মোতায়েন করা হয় পুলিশ।
এদিকে পাল্টাপাল্টি হামলার পর সড়কের উপর আড়াআড়িভাবে বাস রেখে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় উভয় পক্ষ। বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
খবর পেয়ে কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে হামলকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তার আশ^াসে ৩ ঘন্টা পর দুপুর ২টার দিকে ফের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ১৭ জেলায় স্বাভাবিক হয় বাস চলাচল।
কোতয়ালী থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, উভয় পক্ষ শ্রমিক তাদের উপর হামলার অভিযোগ করেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলাকারীদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।