পাথরঘাটায় খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী খালের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর ইসমাইল হোসেন (৪) নামে সেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে ওই খালের একটি গোপজালে পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ওই খালের পানিতে পড়ে নিখোঁজ ছিল সে। ইসমাইল মানিকখালী গ্রামের মো. ইব্রাহীম সিকদারের ছেলে।
শিশুটির বাবা মো. ইব্রাহীম জানান, শুক্রবার বিকেলে বাড়ির সামনে মানিকখালী খালের পাড়ে ঘাটলায় নেমে পানিতে ডুবে যায় ইসমাইল। সেসময় ঘাটলায় থেকা এক নারী দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে উদ্ধার করার চেস্টা করে। পরে না পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের ডুবুরি দলেকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। কিন্তু তারা না পেয়ে বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করলে তারাও উদ্ধারের জন্য পাথরঘাটায় আসেন। শনিবার ভোরে ইসমাইলের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি গোপজালে পেঁচানো অবস্থায় লিটন নামে এক লোক ইসমাইলের মরদেহ উদ্ধার করেন।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মী কামাল হোসেন জানান, শনিবার দ্বিতীয় বারের মত অভিযান শুরু করার আগেই গোপজালে পেঁচানো অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার হয়েছে।