সন্তানদের শিক্ষা জীবনে ফেরাতে উদ্যোগ নিন

করোনা গোটা দুনিয়াকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। করোনার কারণে সারা বিশে^র সঙ্গে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠন বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের সন্তানরা চরম মানষিক চাপের মধ্যে পড়েছে। আমাদের সন্তানরা দেশের সম্পদ। ওরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে। ওদের সম্ভাবনাময় জীবনকে গড়ে তোলার দায়িত্বও আমাদের। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশু-কিশোর থেকে শুরু করে যুবকরা নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। সামাজিক যোগাযোগম মাধ্যম নির্ভর শিক্ষার্থীরা বিকারগ্রস্ত হয়ে পড়ছে। একদিকে শিক্ষা জীবন নিয়ে শঙ্কা অন্য দিকে নেতিবাচক দিকে হাতছানি সন্তানদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সম্ভাবনাময় আমাদের সন্তানদের রক্ষায় করণীয় ঠিক করতে হবে। এক্ষেত্রে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
শিক্ষা জীন থেকে দেড় বছর ঝড়ে যাওয়ায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে সন্তানরা। অ্যাসাইনমেন্ট এবং অনলাইন শিক্ষা নির্ভর সন্তানরা বাস্তবে কি কিছু শিখতে পারছে কি না সেটা ভেবে দেখার সময় এসেছে। অনেকে অভিযোগ করেছেন অনলাইন পাঠদানের অজুহাতে যেখানেসেখানে মুঠোফোন নিয়ে আড্ডাবাজি করছে। জিজ্ঞেস করলেই তারা বলে দেয় অনলাইনে ক্লাশ করছে। বাস্তবে তারা কি করছে সেটা কেবল ওই শিক্ষার্থীরাই জানে। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দিয়ে আর যাই হয় শিক্ষা গ্রহণ হচ্ছে না। তাই দ্রুত শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা জীবন শুরুর দিকে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করতে হবে।
মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। এই বিপর্যয়ের মধ্যে পড়ে তারা হতাশায় দিক কাটাচ্ছে। বাবা-মায়ের প্রাণের সম্পদ তাঁর সন্তান। কাজ না থাকার কারণে সেই সন্তান ধ্বংসের পথে হাঁটতে শুরু করেছে। কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে, কেউ আবার মুঠোফোন গেইম এবং নীল ছবির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। এই অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। করোনার বিষয়টি মাথায় রেখেই সেই উদ্যোগ নিতে হবে। তা না হলে আমাদের সন্তানদের রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
আমাদের সন্তানরা আবারো হাসি-গানে মুখরিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা জীবনে ফেরাতে যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে। যে কোন কিছুর বিনিয়ময় দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমাদের সন্তানের সম্ভাবনা-ই বাংলাদেশের সম্ভাবনার পাথেয় হবে।