সবজি ক্ষেতে গাঁজা চাষ

সবজি ক্ষেতে গাঁজা চাষ
বরিশালের আগৈলঝাড়ায় কৃষি ক্ষেতে চাষ করা গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই উপজেলার জোবারপাড় গ্রামের মৃত যষ্ঠী চরণ বৈরাগীর ছেলে জীতেন্দ্র নাথ বৈরাগীর (৭৫) সবজি ক্ষেত থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। গাঁজা গাছটির উচ্চতা প্রায় সাড়ে তিন ফুট। গাঁজার গাছ উদ্ধারের খবর পেয়ে জমির মালিক জীতেন্দ্র বৈরাগী ও তার ছেলে জয়ন্ত এবং রিংকু পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ওই এলাকায় প্রচুর মাদক ব্যবসায়ী ও সেবনকারী রয়েছে। পুলিশী নজরদারীর কারনে খুঁচরা মাদক কেনা বেঁচায় তাদের সমস্যা হচ্ছে। এ কারনে ব্যবসায়ীরা এবার গাঁজার গাছ লাগিয়ে তাদের চাহিদা পূরনের চেস্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস।থা নেওয়ার কথা বলেন ওসি।