বরিশালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, লঞ্চ, বাস এবং বিভিন্ন পরিবহণের পারচালকদের নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার বেলা ১১ টায় বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ধুমপান বিরোধী ট্রার্স ফোর্স কমিটির সদস্য সচিব জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হেসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক হরি দাস শিকারী, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান, জেলা সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিল।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানানো হয় কর্মশালা থেকে। এর মধ্যে প্রতিটি স্কুল-কলেজ, বাসসহ গুরুত্বপূর্ণস্থানে ধুমপান বিরোধী প্রচার-প্রচারনা বৃদ্বি কর। ২০৪০ সালের মধ্যে তামাক ও ধুমপান মক্ত করার লক্ষে জেলা প্রশাসন ও সর্বস্তরের নাগরিকদের এই অভিযানে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে ধূমপান ও তামাক দ্রব্যের ব্যবহার কমাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্বান্ত গ্রহণ করা হয়।