সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুধিজনের সাথে দশমিনায় মতবিনিময়

পটুয়াখালীর দশমিনায় জেলা প্রশাসক ও জেলা বিঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট’র সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুধিজনের সাথে মতবিনিময় সভা ও হত-দরিদ্র এক পরিবারকে অটো রিকশা বিতরন করেন।
রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে। সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আব্দুল কাউয়ুম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামচ্ছুনাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহাম্মেদ, থানা ওসি মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সংবাদকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহন করেন।
পরে উপজেলার চরহোসনাবাদ গ্রামের অসহায় হতদরিদ্র আলম মৃধাকে ভিক্ষুক পূর্নবাসন তহবিল থেকে একটি আটো রিকশা বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাউয়ুম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী আবুল কালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ আরও অনেকে।