সরকারি নির্দেশ অমান্য করায় বরিশালে দুই কোচিং সেন্টারকে জরিমানা

সরকারি নির্দেশ অমান্য করায় বরিশালে দুই কোচিং সেন্টারকে জরিমানা

 

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় বরিশালে দুই কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বরিশাল নগরের সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন লস্কর লেন এলাকায় কয়েকটি কোচিং সেন্টার তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি এবিসি কোচিং এবং সাইন্স একাডেমি কোচিং সেন্টারকে সতর্কতা মুলক ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষায় সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম।